রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েস আর নেই
প্রকাশ: ১০:১৪ am ১১-০৩-২০১৭ হালনাগাদ: ১০:১৭ am ১১-০৩-২০১৭
 
 
 


ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মিজারুল কায়েস আর নেই (ইন্নালিল্লাহি... রাজিউন)। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে বেশ কিছু দিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার হাসপাতালটিতে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হন মিজারুল কায়েস। তিনি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় ছিলেন। ৭ ফেব্রুয়ারি ঢাকা থেকে ব্রাজিলের সাও পাওলোর উদ্দেশে রওনা দেন। সেখানে গিয়েই অসুস্থ হয়ে পড়েন রাষ্ট্রদূত।

সাও পাওলোতে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলা হলেও মিজারুল কায়েস সেখানে ভর্তি হননি। শ্বাসকষ্টের দরুণ তিনি সাও পাওলো থেকে সড়কপথে ব্রাসিলিয়াতে যান এবং সেখানে গিয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এরপর তাকে ব্রাসিলিয়ার ওই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও তিনি বেশ কয়েকবার অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

ব্রাজিলে রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ার আগে মিজারুল কায়েস যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি পররাষ্ট্র সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT