রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
ব্রিটেনের কাছ থেকে ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার
প্রকাশ: ০১:০৭ pm ১৮-০৯-২০১৭ হালনাগাদ: ০১:০৯ pm ১৮-০৯-২০১৭
 
 
 


ব্রিটেনের কাছ থেকে ২৪ টি টাইফুন যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষর করেছে কাতার। আরব উপসাগরীয় দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়ন দেখা দেয়ার পর থেকে এটি দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা চুক্তি কাতারের। লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, রোববার (১৭ সেপ্টেম্বর) কাতারের প্রতিরক্ষা প্রধান খালিদ বিন মোহাম্মদ আল-আতিয়াহ এবং ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফ্যালন এই যুদ্ধ বিমান বিক্রয় সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেছেন। ফ্যালন বলেছেন, " যুক্তরাজ্যের অন্যতম কৌশলগত অংশীদারের সঙ্গে এটাই প্রথম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি। এটা আমাদের প্রতিরক্ষা সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ মূহুর্ত। এটি আমাদের সম্পর্ককে আরো মজবুত করবে।" উল্লেখ্য, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ব্রিটিশ প্রতিরক্ষা দল বিএই সিস্টেম, ফ্রান্সের এয়ারবাস এবং ইতালির ফিনমেক্কানিকার যৌথ প্রকল্প। তবে বিমানগুলো তৈরিতে কেমন ব্যয় হয়েছে তা প্রকাশ করা হয়নি। সূত্র: আল-জাজিরা

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT