শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছয়জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু
প্রকাশ: ০৬:০১ pm ০৩-০৮-২০১৭ হালনাগাদ: ০৬:০৫ pm ০৩-০৮-২০১৭
 
 
 


বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষককে চাকরিচ্যুতির নোটিশের জেরে বিশ্ববিদ্যালয়ে চলমান সংকটের মধ্যে ছয়জন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেছেন।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ছয় শিক্ষার্থী আমরণ অনশনে যান। তারা হলেন- ব্র্যাক বিজনেস স্কুলের ইয়াসিনুর রহমান, আইন বিভাগের কামরুন নাহার, ইরফানুল রহমান, সাদিয়া আফরিন, শেখ নোমান এবং ম্যাথমেটিকস ও ন্যাচারাল সায়েন্স বিভাগের আকাশ আহমেদ। এর আগে গতকাল বুধবার থেকেই দুদিনের জন্য ক্লাস বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে ক্লাস বন্ধ রয়েছে।

এর মাঝেই ছয় শিক্ষার্থী অনশন করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজও বিক্ষোভ করছেন। প্রসঙ্গত, গত ৩০ জুলাই চুক্তিতে থাকা শিক্ষক ফারহান উদ্দিন আহমেদকে মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির নোটিশ দেওয়া হয়। কিন্তু তাতে অস্বীকৃতি ওই শিক্ষক। এরপর রেজিস্ট্রার বিভাগের একাধিক কর্মকর্তা তাকে লাঞ্ছিত করেন। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টির প্রধান ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT