শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাকিস্তানের ছয় বেসামরিক নাগরিক নিহত
প্রকাশ: ০৯:৩৩ am ২৩-০৯-২০১৭ হালনাগাদ: ০৯:৩৫ am ২৩-০৯-২০১৭
 
 
 


কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর গুলিতে পাকিস্তানের ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৬ জন।

শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় সেনাবাহিনী গোলা হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পাঞ্জাব প্রদেশের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানানো হয়। নয়াদিল্লির দাবি, পাক সেনাবাহিনী প্রথমে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালালে পাল্টা জবাব দেওয়া হয়। এতে দুই ভারতীয় নাগরিক আহত হয় বলে জানানো হয়। তবে পাকিস্তানি নাগরিকদের হতাহতের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT