সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ভেনিজুয়েলায় ভোট দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৬১
প্রকাশ: ১২:২৬ pm ১৭-০৭-২০১৭ হালনাগাদ: ১২:২৭ pm ১৭-০৭-২০১৭
 
 
 


ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে বিরোধীদলের আয়োজিত সংবিধান সংশোধনী ইস্যুতে ভোট দেওয়ার সময় বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ৬১ বছর বয়সী এক নার্স।  রোববার (১৬ জুলাই) অনানুষ্ঠানিক ভোটগ্রহণের সময় মোটরবাইকে করে এসে গুলি করা হয় ওই নারীর ওপর। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে। বিরোধীদল এ ঘটনার জন্য ক্ষমতাসীন দলকে দায়ী করছে। বিরোধীদলের একজন মুখপাত্র কার্লোস ওকারিজ বলেন, "আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই, অত্যন্ত দুঃখের সাথে।" আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে তারা এ ঘটনার তদন্ত করবে। শিওমারা সোলেদাদ স্কট নামের ওই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার কয়েক মিনিট পরই মারা যান। অপর আরেকটি বিচ্ছিন্ন ঘটনায় সাংবাদিক লুইস ওলাভারিয়েতাকে অপহরণের শিকার হন। তাকে অনেক মারধর করা হয়েছে। তবে তিনি পালিয়ে আসতে সক্ষম হন। বর্তমানে ভেনেজুয়েলা রাজনৈতিক সংকটে রয়েছে। চলতি বছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত নিহত হয়েছেন শতাধিক মানুষ। রোববারের গণভোটে অংশ নেয় দেশটির ৭০ লাখেরও বেশি নাগরিক। তিনটি হ্যাঁ কিংবা না প্রশ্নের মধ্যে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জুলাই মাসের শেষ দিকে একটি জাতীয় সাংবিধানিক পরিষদের জন্য প্রতিনিধি নির্বাচনের পরিকল্পনার বিপক্ষে ভোট দিয়েছে ৯৮ শতাংশ মানুষ। এছাড়া ২০১৯ সালে মাদুরোর ক্ষমতা শেষ হবার আগেই নির্বাচন অনুষ্ঠানের পক্ষে রায় দিয়েছে দেশটির জনগণ। দেশটির বর্তমান সংবিধান বহাল রাখার জন্য স্বশস্ত্র বাহিনী নামানোর পক্ষে রায় গেছে গণভোটে। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT