রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
ভেনেজুয়েলায় সংঘর্ষ, নিহত ১০
প্রকাশ: ১২:৫২ pm ৩১-০৭-২০১৭ হালনাগাদ: ১২:৫৪ pm ৩১-০৭-২০১৭
 
 
 


গত মাস থেকে প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ভেনেজুয়েলা। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে রোববার (৩০ জুলাই) কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। বিক্ষোভের ফলে ভোটগ্রহণ নেওয়ার মতো অবস্থা না থাকায় সোমবার (৩১ জুলাই) ভেনেজুয়েলা প্রশাসন নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্প্রতি নতুন সংবিধান তৈরির প্রস্তাব দিয়েছিলেন। তারপর থেকেই বিক্ষোভের সূত্রপাত। গত এক মাসের বিক্ষোভে ভেনিজুয়েলায় ৩০ জন নিহত হয়েছেন। বিক্ষোভের কারণে রাজধানী কারাকাস শহরে কারফিউ জারি করা হয়েছিল। কারফিউ জারি স্বত্ত্বেও দফায় দফায় সংঘর্ষ হয়। শহর জুড়ে বিক্ষোভকারীরা রাস্তাঘাট অবরোধ করে রেখেছে। এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের ডাক দিয়েছে বিরোধী দল। প্রেসিডেন্ট মাদুরো বলছেন, "বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে আমাকে উৎখাতের চেষ্টা চলছে। আর তাই এই ষড়যন্ত্র প্রতিরোধে দরকার নতুন সংবিধান।" কিন্তু প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত মানতে রাজি নন বিরোধীরা।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT