শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
ভৈরবে ট্রেনের ধাক্কায় বাসের ৩৫ যাত্রী আহত
প্রকাশ: ১২:০০ am ০৫-০৮-২০১৭ হালনাগাদ: ০৯:২২ am ০৫-০৮-২০১৭
 
 
 


কিশোরগঞ্জের ভৈরবে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ৩৫ জন যাত্রী আহত হয়েছেন।

শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে উপজেলার শম্ভুপুর রেল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ভৈরব রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ থেকে লোকাল ট্রেনটি ভৈরব যাচ্ছিল। পথে শম্ভুপুর রেল গেট এলাকায় ঢাকা থেকে তারাইলগামী একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় রেল লাইনে আটকা পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং বাসটির ৩৫ যাত্রী আহত হন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT