রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
মক্কায় একটি হোটেলে সোমবার অগ্নিকান্ড
প্রকাশ: ০৫:২৯ pm ২১-০৮-২০১৭ হালনাগাদ: ০৫:৩৩ pm ২১-০৮-২০১৭
 
 
 


সৌদি আরবের মক্কায় একটি হোটেলে সোমবার (২১ আগস্ট) অগ্নিকান্ড সংগঠিত হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ এ খবর নিশ্চিত করে জানিয়েছে অগ্নিকান্ডের পর হোটেলে অবস্থানরত হজ যাত্রীদের নিরাপদে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সৌদির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র নায়েফ আল-শরীফ বলেছেন, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটির কারণে ১৫ তলা হোটেলটির ৮ তলায় আগুন লাগে। হোটেলটি পবিত্র মক্কার আজাজিয়াহ জেলায় অবস্থিত। শরীফ আরো জানান, হোটেলটির প্রায় ৬০০ জন বাসিন্দার বেশির ভাগই তুরস্ক ও ইয়েমেন থেকে আসা হজযাত্রী। আগুন লাগার পর তাদের সরিয়ে নেওয়া হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আসলে তাদের হোটেলে ফিরিয়ে আনা হয়। উল্লেখ্য, এ বছর পবিত্র হজ পালনের জন্য প্রায় ২০ লাখ মুসলিম মক্কায় একত্রিত হয়েছেন।
সূত্র: গালফ টাইমস

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT