বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ১৩ই আষাঢ় ১৪৩১
Smoking
 
মহাখালীতে সড়ক দুর্ঘটনা এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: ১২:৪৯ pm ০৭-০২-২০১৭ হালনাগাদ: ১২:৫৩ pm ০৭-০২-২০১৭
 
 
 


রাজধানীর মহাখালীতে চলন্ত বাসের বাইরে মাথা দেওয়ায় ল্যাম্পপোস্টে বাড়ি লেগে রাকিবুল ইসলাম ওরফে রাশেদুল (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালীতে এ দুর্ঘটনা ঘটে।

বনানীর থানার সহকারী উপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, ‘সকালে পরীক্ষা দিতে বাসা থেকে বের হয়ে বাসে করে ক্যান্টনমেন্টের উদ্দেশে রওনা দেয় রাকিবুল। মহাখালীতে পৌঁছালে সে বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয়। এ সময় মাথায় ল্যাম্পপোস্টের বাড়ি লেগে গুরুতর আহত হয়। রাকিবুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

নিহতের বাবা জাহাঙ্গির জানান, রাকিবুল বনানী বিদ্যা নিকেতন থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছিল। সকালে বাসা থেকে বের হয় ক্যান্টনমেন্টে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু তার আর পরীক্ষা দেওয়া হলো না।  

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT