মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
মাত্র ১ দিনেই ১০০ কোটি রুপি আয় 'বাহুবলী ২'
প্রকাশ: ০৫:৫৮ pm ২৯-০৪-২০১৭ হালনাগাদ: ০৬:০৭ pm ২৯-০৪-২০১৭
 
 
 


বহুল প্রতিক্ষীত ভারতীয় ছবি 'বাহুবলী ২'। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার (২৮ এপ্রিল) মুক্তি পেয়েছে ছবিটি। বিশ্বব্যাপী ৬৫০০ টি সিনেমা হলে মুক্তি পেয়েছে 'বাহুবলী ২'। 'বাহুবলী' ছবি মুক্তির দুই বছর পর এটি মুক্তি পেল। আর মুক্তির প্রথমদিনেই অতীতের সব রেকর্ড ভেঙ্গে ১০০ কোটি রুপি আয় করেছে ছবিটি। সবচেয়ে ভালো ব্যবসা করেছে ভারতের অন্ধ্র প্রদেশে।   'বাহুবলী ২' ছবির ট্রেলার প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিলো। ছবি মুক্তির আগেই ভারতের বিভিন্ন শহরের সিনেমা হলগুলোর রেকর্ড সংখ্যক অগ্রিম টিকেট বিক্রী হয়। একটি টিকেট বুকিং কর্তৃপক্ষের জানিয়েছে ২৪ ঘন্টায় বাহুবলী ২ সিনেমার প্রায় ১০ লাখ টিকেটে বিক্রি হয়। যা আমির খানের দঙ্গল ছবির রেকর্ডকে ভেঙ্গে দিয়েছে।   অপরদিকে বাহুবলীর প্রতি ভক্তরা এতটাই অনুরক্ত যে তারা নাম ভূমিকায় থাকা অভিনেতা প্রভাসের বিশাল পোস্টারের ওপর দুধ ঢেলে সম্মান প্রদর্শন করেছে। এই রীতি মূলত সুপারস্টার রজনীকান্তের ছবি মুক্তির আগে পালন করা হতো। এস এস রাজামৌলি পরিচালিত 'বাহুবলী ২' সিনেমায় অভিনয় করছে প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, সাথিয়া রাজ, রামায়াকৃষ্ণান প্রমুখ। সূত্র: এনডিটিভি বাহুবলী ২ 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT