শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
মানিকগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড
প্রকাশ: ০৪:০০ pm ০৬-০৬-২০১৭ হালনাগাদ: ০৪:০৩ pm ০৬-০৬-২০১৭
 
 
 


দৈনিক ইত্তেফাকের সিংগাইর প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তীর মা উমা দেবী হত্যা ও ডাকাতি মামলায় পাঁচজনকে ফাঁসি ও ২০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত।

মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আল মাহমুদ ফায়জুল কবীর এই রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- ইছাক ভূইয়া (৪০), ইমান আলী (৪৫), বাচ্চু (৪৫), শহিদুল ইসলাম (৪০) ও নান্নু মিয়া (২৪)।

২০১০ সালের ৯ আগস্ট রাতে সিংগাইর পুকুরপাড় এলাকায় উমাদেবীকে তার নিজ বাড়িতে শ্বাসরোধে হত্যা করে ডাকাতরা। এ সময় তারা ওই বাড়ি থেকে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। ঘটনার পরের দিন উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী সিংগাইর থানায় একটি হত্যা ও ডাকাতি মামলা দায়ের করেন।

২০১১ সালের ২৭ সেপ্টেম্বর তদন্ত কর্মকর্তা আদালতে ওই পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এই মামলায় মোট ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আদালত তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। অন্য দুই আসামি ইমান আলী ও নান্নু মিয়া জামিন নিয়ে পলাতক রয়েছেন।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT