শনিবার, ০১ জুন ২০২৪ ১৮ই জ্যৈষ্ঠ ১৪৩১
Smoking
 
মার্চেই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ : ওবায়দুল কাদের
প্রকাশ: ০১:৩৭ pm ০৬-০১-২০১৮ হালনাগাদ: ০১:৩৯ pm ০৬-০১-২০১৮
 
 
 


প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মার্চে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সম্মেলন করার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার (০৬ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত আনন্দ শোভাযাত্রাপূর্ব এক সমাবেশে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, আমি আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন ছাত্রলীগকে সম্মেলনের প্রস্তুতি নিতে। নেত্রীর ইচ্ছা আগামী মার্চে স্বাধীনতার মাসে ছাত্রলীগ কেন্দ্রীয় সম্মেলন করুক। এসময় হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালাতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সভায় ওবায়দুল কাদের বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের এ আহ্বান জানাচ্ছি।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT