শনিবার, ০৬ জুলাই ২০২৪ ২২শে আষাঢ় ১৪৩১
Smoking
 
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক মুক্ত
প্রকাশ: ০৮:০০ pm ২৪-০৩-২০১৭ হালনাগাদ: ০৯:৫৯ am ২৫-০৩-২০১৭
 
 
 


মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারক মুক্ত হয়েছেন। ছয় বছর ধরে বন্দী থাকার পর শুক্রবার তিনি মুক্তি পেলেন নিজ বাড়িতে যান বলে বিবিসি খবরে বলা হয়েছে।

টানা তিন দশক প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার পর ২০১১ সালে সরকারবিরোধী বিক্ষোভকারীদের হত্যা করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন মিসরের সাবেক এই একনায়ক।

হোসনি মোবারকের আইনজীবীর বরাত দিয়ে বিবিসি খবরে আরো বলা হয়, হোসনি মোবারক মিসরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের একটি সামরিক হাসপাতাল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন। অসুস্থ থাকায় ওই হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন তিনি।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মিসরের উচ্চ আদালত বিক্ষোভকারীদের হত্যার অভিযোগ থেকে মোবারককে খালাসের আদেশ দেন। ২০১১ সালে আরব বসন্তের সময় মোবারকের সরকারবিরোধী আন্দোলনে পুলিশ ও সেনাবাহিনীর গুলিতে ৮৪৬ জন বিক্ষোভকারী নিহত হন। পরে ক্ষমতাচ্যুত হন মোবারক। ওই বছরের এপ্রিলে তাকে বন্দি করে বিচারের মুখোমুখি করা হয়।

বর্তমানে ৮৮ বছর বয়সী হোসনি মোবারক ১৯৮১ সালে আনোয়ার সাদাত নিহত হওয়ার পর মিসরের প্রেসিডেন্ট হন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT