শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো : প্রধানমন্ত্রী
প্রকাশ: ০১:০০ pm ১২-০৯-২০১৭ হালনাগাদ: ০১:০১ pm ১২-০৯-২০১৭
 
 
 


মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত রোহিঙ্গাদের পাশে থাকবো । এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকারের প্রতি প্রধানমন্ত্রী আহ্বান জানান । মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রোহিঙ্গাদের ক্যাম্প পরির্দশ শেষে এক সভায় তিনি এ কথা বলেন । এর আগে সকাল সাড়ে ১০টার রোহিঙ্গাদের পরিস্থিতি পর্যবেক্ষণে কক্সবাজারের উখিয়ার কুতুপালং এ পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এরপর আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ত্রাণ বিতরণ করেন । প্রধানমন্ত্রী বলেন, মানবিক দিক বিবেচনায় রোহিঙ্গাদের আমরা আশ্রয় দিয়েছি । আন্তর্জাতিক সংস্থাদের বলবো তারা যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের প্রতি চাপ প্রয়োগ করে । প্রতিবেশী দেশের সঙ্গে আমরা শান্তি চাই, তবে কোনো অন্যায় আমার মেনে নিতে পারি না । মিয়ানমারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে । বিচ্ছিন্নভাবে ত্রাণ না দিয়ে, ত্রাণ যেন স্থানীয় প্রশাসনের মাধ্যমে দেয়া হয় । এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি প্রধানমন্ত্রী এ আহ্বান জানান । প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১০ সেপ্টেম্বর) গণভবন থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে বিভিন্ন প্রকল্প উদ্বোধনের পর দলের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা ইস্যুতে কথা বলার সময় তিনি কক্সবাজারের উখিয়ায় যাওয়ার কথা জানান । মিয়ানমারে সেনা অভিযানের মুখে প্রতিদিন বাংলাদেশে পালিয়ে আসছে হাজারো রোহিঙ্গা । জাতিসংঘের তথ্যমতে, এ পর্যন্ত প্রায় তিন লাখ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে ।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT