রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
মেক্সিকোয় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৬
প্রকাশ: ১২:৫৭ pm ২০-০৯-২০১৭ হালনাগাদ: ০১:০০ pm ২০-০৯-২০১৭
 
 
 


মেক্সিকোর মধ্যাঞ্চলে আঘাত আনা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২২৬ জনে দাঁড়িয়েছে। একটি স্কুল ধসে গিয়ে মারা গেছে ২০ জনের বেশি শিশু। আরও ৩০ জন নিখোঁজ রয়েছে।

রয়টার্সে প্রকাশিত সংবাদে জানা যায়, মঙ্গলবার রাজধানী মেক্সিকো সিটির নিকটবর্তী পুয়েবলা স্টেটে ৭ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্প হয়।

রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবন ধসে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে।

টেলিভিশনে আসা ছবিতে দেখা গেছে, রাজধানীতে একটি বহুতল ভবনের মাঝের একটি ফ্লোর ধসেছে, সেখানে ছুটে যাচ্ছেন জরুরি সেবাদাতারা।

অপর একটি ভিডিওতে দেখা গেছে, একটি সরকারি ভবনের এক পাশ রাস্তায় পড়ছে এবং পথচারীরা চিৎকার করছেন।

মেক্সিকো সিটির দক্ষিণ দিকের শহর কুয়েরনাভাকায় ধসে পড়া ভবনের নিচে অনেকে চাপা পড়েছে বলে স্থানীয় রেডিওর সংবাদে বলা হয়েছে।

বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিভাগের একজন কর্মী স্থানীয় একটি টিভিকে বলেন, মেক্সিকো সিটিতে আগুন ধরে যাওয়া কয়েকটি ভবনের মধ্যে মানুষজন আটকা পড়েছেন। রাজধানীতে আতঙ্কিত লোকজন ছুটে এসে রাস্তায় অবস্থান নিয়েছেন এবং শহরের অনেক এলাকায় বিদ্যুৎ ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

মেক্সিকো সিটি মেয়র মিগুয়েল এঞ্জেল মানচারা বলেন, ভূমিকম্পে ৪৪টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়ে গেছে। বেশ কয়েকটি প্রধান গ্যাসের পাইপ লিক হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দেশটির ইন্টেরিয়র সেক্রেটারি বলেন, “আমাদের এমন কিছু ভবন আছে যেখানে মানুষ ভিতরে আটকা থাকতে পারে। উদ্ধারকর্মীরা অনেক সতর্কতার সাথে কাজ করছেন।”

আরো উদ্ধারকারী কর্মী প্রয়োজন হবে তিনি জানান।

মেক্সিকো সিটিতে ১৯৮৫ সালে শক্তিশালী এক ভূমিকম্পে ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল। বেশিরভাগ মেক্সিকানই প্রতি সেপ্টেম্বরের প্রথাগত হিসেবে মঙ্গলবার ভূমিকম্পের ড্রিলসে অংশ নেয়। সেই ভয়াবহ ভূমিকম্পের ৩২তম বর্ষপূর্তির দিনেই মেক্সিকো সিটিতে মহড়া চলাকালে এই ভূমিকম্প হলো।

এই মাসেই মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯০ জনের মৃত্যু হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT