রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪ই আশ্বিন ১৪৩১
Smoking
 
মেহেরপুরে শিক্ষা সফরের বাসে ডাকাতি
প্রকাশ: ১১:২৩ am ০৬-০৩-২০১৭ হালনাগাদ: ১১:২৫ am ০৬-০৩-২০১৭
 
 
 


মেহেরপুর পৌর কলেজের ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফর শেষে ফেরার পথে তাদের পাঁচ বাসে ডাকাতি হয়েছে।

কলেজটির অধ্যক্ষ একরামুল আযিম জানান, রোববার রাত ৩টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার শুকুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শিক্ষার্থীরা পাঁচটি বাসে করে নঁওগার পাহাড়পুরে সৌমপুর বৌদ্ধবিহারে শিক্ষা সফরে গিয়েছিলেন।

“রাত ৩টার দিকে ফেরার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের শুকুরকান্দি এলাকায় ডাকাতদল রাস্তায় গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। অস্ত্রের মুখে তারা ঘণ্টাব্যাপী ডাকাতি করে পালিয়ে যায়।”

পাঁচটি বাস থেকে ডাকাতরা স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদসহ ৩ লক্ষাধিক টাকার মালপত্র লুট করে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় সড়কে পুলিশের টহলদল ছিল না বলেও তিনি অভিযোগ করেন।

অভিযোগ মেনে নিয়ে গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, পুলিশ খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পুলিশ পৌঁছানোর আগেই ডাকাতদল পালিয়ে যায়। তাদের ধরার চেষ্টা চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT