বুধবার, ০৩ জুলাই ২০২৪ ১৯শে আষাঢ় ১৪৩১
Smoking
 
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর গুলি, নিহত ৩
প্রকাশ: ০৯:৫০ am ১১-০৪-২০১৭ হালনাগাদ: ০৯:৫৩ am ১১-০৪-২০১৭
 
 
 


যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সান বারনারদিনো জেলার নর্থ পার্ক ইলিমেন্টারি স্কুলে এ ঘটনা ঘটেছে।

জেলার পুলিশ প্রধান জ্যারড বারগুয়ান জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে সিডরিক অ্যান্ডারসন (৫৩) নামের এক ব্যক্তি স্কুলটিতে আসে। এসময় সে তার তালাকপ্রাপ্ত স্ত্রী ক্যারেল এলাইনকে (৫৩) লক্ষ্য গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই ক্যারেলের মৃত্যু হয়। এসময় তার পেছনে ছিল আট ও নয় বছরের দুটি শিশু। তারাও গুলিবিদ্ধ হয়। হাসপাতালে নেওয়ার পর জোনাথান মারটিনেজ নামের এক শিশুর মৃত্যু হয়। অপরজনের অবস্থা স্থিতিশীল রয়েছে। হামলা শেষে অ্যান্ডারসন নিজের বন্দুক দিয়ে ঘটনাস্থলেই আত্মহত্যা করেছে।

বারগুয়ান বলেন, ‘আমাকে বলা হয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি যখন তার স্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুঁড়ছিল তখন উভয় ছাত্রই তাদের শিক্ষকের পেছনে ছিল। শিক্ষার্থীদের লক্ষ্য করেই গুলি ছোঁড়া হয়েছে এটি বিশ্বাস করার কোনো কারণ আমাদের কাছে নেই।’

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনার পর দুদিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT