শনিবার, ০৬ জুলাই ২০২৪ ২২শে আষাঢ় ১৪৩১
Smoking
 
যেকোনো সময় উত্তর কোরিয়ায় হামলা- প্রস্তুত আমেরিকা
প্রকাশ: ১০:২৪ am ১৫-০৪-২০১৭ হালনাগাদ: ১০:৩০ am ১৫-০৪-২০১৭
 
 
 


উত্তর কোরিয়ার সঙ্গে যেকোনো সময় যুদ্ধ বাধার আশঙ্কা করছে চীন। সরাসরি যুদ্ধ না বলে সংঘাত বললেও সেরকম আশঙ্কাই করছে দেশটি।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যুদ্ধ শুরু হলে তাতে কেউই জিতবেনা।”

উত্তর কোরিয়াকে নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর বার্তাগুলো থেকেই যুদ্ধের ইঙ্গিত পাচ্ছে চীন। বিবিসি

কোরীয় উপত্যকায় আরেকটি পরমাণু পরীক্ষার প্রস্তুতির জের ধরে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র।

সাম্প্রতিক সময়ে ক্ষেপণাস্ত্রসহ বেশ কয়েকটি পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

এর আগে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর যুক্তরাষ্ট্র বলেছিল, উত্তর কোরিয়ার বিষয়ে তারা একাই ব্যবস্থা নিতে সক্ষম।

সর্বশেষ এখন পরমাণু পরীক্ষার প্রস্তুতিতে নৌবাহিনীর জাহাজ কোরীয় উপত্যকায় অবস্থান নেয়ার পর সোচ্চার হয়েছে যুক্তরাষ্ট্র। আর তারই জের ধরে ওই অঞ্চলে এখন যুদ্ধের সম্ভাবনা দেখছে চীন, যে দেশটি দীর্ঘকাল ধরে উত্তর কোরিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, “যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। মনে হচ্ছে যে কোনও সময় একটা সংঘাত দেখা দেবে।”

তিনি উত্তেজনাকর ও উসকানিমূলক হুমকি দেয়া থেকে বিরত থাকার জন্যও সব পক্ষের প্রতি আহ্বান জানান।

এদিকে মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় বলেছেন, “একা ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র ভীত নয়।”

তিনি বলেন, “চীন সহযোগিতার সিদ্ধান্ত নিলে ভালো। নইলে তাদের ছাড়াই আমরা সমস্যার সমাধান করবো’।”

ওয়াশিংটন উদ্বিগ্ন হচ্ছে, কারণ তারা ভাবছে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রে পরমাণু হামলা চালানোর সক্ষমতা অর্জন করছে।
এদিকে চীনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

এ পটভূমিতে ধারণা করা হচ্ছে, শনিবার ষষ্ঠবারের মতো পরমাণু বোমা বা আরেকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ট্রাম্প প্রশাসন উত্তর কোরিয়ার প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখাচ্ছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান যে কোনও সময় পরমাণু যুদ্ধ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT