মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
রাখাইন রাজ্যের সেনা কর্মকর্তা সোয়েকেকে প্রত্যাহার
প্রকাশ: ০৯:৪৭ am ১৪-১১-২০১৭ হালনাগাদ: ০৯:৪৯ am ১৪-১১-২০১৭
 
 
 


রাখাইন রাজ্যের দায়িত্বে থাকা সেনা কর্মকর্তা মেজর জেনারেল মং মং সোয়েকেকে প্রত্যাহার করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তবে কেন তাকে প্রত্যাহার করা হলো, তা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।  সোমবার সেনাবাহিনীর গণমাধ্যম বিষয়ক এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানায়।  

গত বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের মিয়ানমার সফরের পর পরই এ ঘোষণা এলো। গত আগস্ট মাসে রাখাইনে সেনা অভিযান শুরু হওয়ার পর ছয় লাখের বেশি মুসলিম রোহিঙ্গা দেশ ত্যাগ করে বাংলাদেশে চলে আসতে বাধ্য হয়। সেনা অভিযানের সময় হত্যা, ধর্ষণসহ মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আছে সেনাবাহিনীর বিরুদ্ধে। খবর রয়টার্সের।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক মেজর জেনারেল আয়ে লুইন জানান, তাকে ঠিক কী কারণে সরানো হয়েছে তা জানি না।  তাকে নতুন কোনো স্থানে এখনও পদায়ন করা হয়নি।   জানা যায়, গত শুক্রবার রাখাইন থেকে জেনারেল সোয়েকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে টিন্ট নাইংকে নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধন অভিযান শুরু হওয়ার পর প্রাণ বাঁচাতে সাড়ে ছয় লাখেরও বেশি মানুষ পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেন। ওই অভিযানে গণহত্যা-ধর্ষণ-অগ্নিসংযোগের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে। রাখাইনের ওই অভিযানটি সদ্য প্রত্যাহার করা সেনা কর্মকর্তা জেনারেল মং মং সোয়ের নেতৃত্বেই পরিচালিত হয়।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT