শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহার
প্রকাশ: ১০:৩৯ am ০৭-০৭-২০১৭ হালনাগাদ: ১০:৫৫ am ০৭-০৭-২০১৭
 
 
 


সুন্দরবনের কাছে রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান নিয়ে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির যে আপত্তি ছিল, সেটি প্রত্যাহার করে নিয়েছে ওই জাতিসংঘ সংস্থা। এমনটি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।  বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। পোল্যান্ডে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশন চলছে। সেখানে বাংলাদেশের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই ইলাহী চৌধুরী। বৈঠকে সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে বাংলাদেশ সরকারের অবস্থান তুলে ধরেন ওই প্রতিনিধি দল। পরে রামপাল নিয়ে ইউনেস্কো তাদের আপত্তি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সূত্র আরও জানিয়েছে, বিশ্ব ঐতিহ্যে থাকা প্রাকৃতিক নিদর্শনগুলোর মধ্যে ঝুঁকিপূর্ণ তালিকা থেকে সুন্দরবনকে এখন বাদ দিয়েছে ইউনেস্কো। অধিবেশনে সুন্দরবনের ঐতিহ্য রক্ষায় সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে বাংলাদেশের পক্ষ থেকে কমিটিকে আশ্বস্ত করা হয়েছে।
 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT