শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
রাম রহিমের বিরুদ্ধে জোড়া হত্যা মামলার শুনানি আজ
প্রকাশ: ১২:০০ pm ১৬-০৯-২০১৭ হালনাগাদ: ০২:৩৩ pm ১৬-০৯-২০১৭
 
 
 


ভারতে জোড়া ধর্ষণ মামলায় ২০ বছরের কারাবাসের সাজাপ্রাপ্ত ধর্মগুরু গুরমিত রাম রহিমের সিংহের বিরুদ্ধে জোড়া খুনের মামলার শুনানি আজ শনিবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে। এই শুনানিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় হরিয়ানার পঞ্চকুলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । সিরসার সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিংকে খুনের অভিযোগে মামলা চলছে গুরমিতের বিরুদ্ধে। শনিবার সিবিআইয়ের বিশেষ বিচারক জগদীপ সিংহের এজলাসে সেই মামলার শুনানি। হরিয়ানা পুলিশের ডিজি বিএস সাঁধু জানিয়েছেন, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকেই আদালত চত্বরে প্রচুর আধা সামরিক বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে শহরের আশেপাশের এলাকাতেও। তবে আদালতে সশরীরে উপস্থিত থাকবে না রাম রহিম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোহতকের সুনারিয়া জেল থেকে চলবে শুনানি। ২০০২ সালে খুন হন 'পুরা সাচ' পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি। ওই একই বছর খুন হন ডেরার প্রাক্তন ম্যানেজার রণজিৎ সিংও। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট সিবিআইকে এই জোড়া খুন তদন্তের নির্দেশ দেয়। সিবিআই ২০০৭ সালে চার্জশিট দেয়। তাতে নাম ছিল রাম রহিম সিংয়ের। রাম রহিমের বিরুদ্ধে মামলা এগোলেও তার দত্তক কন্যা হানিপ্রীতের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। পুলিশ শুধু রাজস্থান থেকে তাঁর গাড়িচালককে ধরতে পেরেছে। কিন্তু নেপাল সীমান্তে হানা দিয়ে, লুক-আউট নোটিস জারি করেও হানিপ্রীতকে ধরা যায়নি। এদিকে ধর্মগুরু রাম রহিমের কার্যকলাপ ফাঁস হওয়ায় বিপদে পড়েছে স্বঘোষিত অন্য গুরুরা। অখিল ভারতীয় আখড়া পরিষদ ইতিমধ্যেই ১৪ জন 'জাল সাধু'র নাম ঘোষণা করেছে। সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT