মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ করছে হেফাজতে ইসলাম । সমাবেশের পর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে তারা । সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে বায়তুল মোকাররমের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা । বেলা ১১টায় সমাবেশ শুরু হয় । সমাবেশ ও দূতাবাস ঘেরাও কর্মসূচিতে সভাপতিত্ব করেন হেফাজতের ঢাকা মহানগর সভাপতি নেতা নুর হোসেন কাসেমি । সমাবেশে হেফাজতের নেতারা বলেন, আরাকান স্বাধীন করার জন্য লাখ লাখ মুসলমান প্রস্তুত রয়েছে । আর কোনো রোহিঙ্গার জীবন হুমকির মুখে পড়তে দেয়া হবে না । অবিলম্বে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করতে হবে । আমরা আরাকানে যুদ্ধ করতে প্রস্তুত। গত ২৪ আগস্ট রাতে রাখাইনে কয়েকটি পুলিশ স্টেশন, সেনা ঘাঁটি ও সীমান্ত চৌকিতে হামলা চালায় রোহিঙ্গা বিদ্রোহীরা । এ হামলার পর রোহিঙ্গাদের গ্রামগুলো লক্ষ্য করে নতুন করে সেনা অভিযান শুরু হয় । এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে তিন হাজারের বেশি রোহিঙ্গা । প্রাণ বাঁচার জন্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে চার লাখেরও বেশি ।
ছবিঃ শামীম আহম্মেদ