বুধবার, ০৩ জুলাই ২০২৪ ১৯শে আষাঢ় ১৪৩১
Smoking
 
লন্ডনের একটি মসজিদের কাছে গাড়ি হামলা, নিহত-১,আহত-৮
প্রকাশ: ১০:৪৫ am ১৯-০৬-২০১৭ হালনাগাদ: ১০:৪৮ am ১৯-০৬-২০১৭
 
 
 


লন্ডনের একটি মসজিদের কাছে পথচারীদের ওপরে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় একজন নিহত এবং ৮ জন আহত হয়েছে। লন্ডনের পুলিশ এ হামলাকে "গুরুতর ঘটনা" বলেই মনে করছে। রোববার (১৮ জুন) রাতে উত্তর লন্ডনের ফিন্সবারি পার্ক মসজিদের কাছে এই হামলায় পথচারীদের ওপর দ্রুত গতির একটি গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। হামলার শিকার বেশিরভাগ লোকই সারাদিনের রোজা শেষে ইফতার এবং সন্ধ্যার নামাজ আদায় করে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের মুসলিম কাউন্সিল বলছে, একটি ভ্যান 'ইচ্ছাকৃতভাবে' মুসুল্লিদের ওপর দিয়ে চালিয়ে দেয়া হয়েছে। মুসলিম কাউন্সিল মসজিদের নিরাপত্তা বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছে।   মেট্রোপলিটান পুলিশ বলেছে, সন্ত্রাস দমন কর্মকর্তারা ঘটনাস্থলে প্রদর্শন করছেন। হামলার পরপরই অনলাইনে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, লোকজন আহতদের সাহায্য করতে এগিয়ে আসার পর সেখানে চরম বিশৃঙ্খলার চিত্র। আহত একজনকে রাস্তায় সিপিআর দিতে দেখা যায় একজন ব্যক্তিতে। পাশেই মাথায় আঘাত পাওয়া একজনকে তাৎক্ষণিকভাবে অস্থায়ী ড্রেসিং করা হয়। বিট্রিশ প্রধানমন্ত্রী থেরেসা মে পথচারীদের ওপর এ গাড়ি হামলাকে 'ভয়াবহ ঘটনা' বলে উল্লেখ করে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান। সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT