শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
লন্ডনে আবার এসিড হামলা, দগ্ধ ৬
প্রকাশ: ১০:১৫ am ২৪-০৯-২০১৭ হালনাগাদ: ১০:১৯ am ২৪-০৯-২০১৭
 
 
 


পূর্ব লন্ডনের একটি শপিংমলে এসিড হামলায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।  শনিবার  ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে ঘটনার পরপর অনেক অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি হাজির হয়।  এক বিবৃতিতে স্কটল্যান্ড ইয়ার্ড জানিয়েছে,  তারা এখনও এই ঘটনাকে সন্ত্রাসী হামলা মনে করছে না।

মেট্রপলিটন পুলিশ জানায়, রাত আটটার কিছুক্ষণ আগেই স্ট্র্যাটফোর্ড শপিং সেন্টারে এই এসিড হামলা চালানো হয়। এলাপাতাড়ি এই হামলায় ৬ জন দগ্ধ হয়েছেন। কয়েকজন পুরুষ মিলে এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শপিংমলে কয়েকজনে মধ্যে ঝগড়া লেগে যায়। সেখান থেকেই বিবাদের শুরু। হোসেন নামে ওই শপিংমলের একটি ফাস্ট ফুডের সহকারী ব্যবস্থাপক বলেন,  তার পরিচিত একজন এসিডে আহত হওয়ার পর পানি দিয়ে মুখ ধোওয়ার জন্য ওয়াশরুমে যান। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

 

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT