মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
শাকিব খান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি
প্রকাশ: ০৫:৫১ pm ১৩-০৪-২০১৭ হালনাগাদ: ০৫:৫৬ pm ১৩-০৪-২০১৭
 
 
 


শাকিব খানের পাকস্থলিতে কিছু সমস্যা ছিল।বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন শাকিব। বছরে দুবার সিঙ্গাপুরে যেতে হত চিকিৎসার জন্য। সম্ভবত ওই অসুস্থতাই তাকে আবার কাবু করেছে। গত কিছুদিনের মানসিক চাপও এর কারণ হতে পারে।”

ডাক্তাররা বলেছেন “পরীক্ষার আগে এখনই কিছু বলা যাচ্ছে না। শাকিব খান এখন  হাসপাতালের কেবিনে আছেন।” 

দীর্ঘদিন আড়ালে থাকার পর নায়িকা অপু বিশ্বাস গত সোমবার হঠাৎ ছেলে কোলে এক টেলিভিশনে লাইভে হাজির হয়ে বোমা ফাটান।  তিনি জানান, শাকিব খানের সঙ্গে তার বিয়ে হয়েছে সেই ২০০৮ সালে।  আর তাদের সন্তানের জন্ম হয়েছে গতবছর কলকাতায়।

ক্যারিয়ারের কথা ভেবে এতদিন সব গোপন রাখলেও শাকিব তাকে ছোট করায় সব প্রকাশ করার সিদ্ধান্ত নেন বলে জানান অপু। 

ওই ঘটনার পর থেকেই এ তারকা জুটিকে নিয়ে সরগরম রয়েছে গণমাধ্যম। দুজনকেই বিভিন্ন টেলিভিশনে একাধিকবার নিজের বক্তব্য তুলে ধরতে দেখা গেছে।  

ঘনিষ্ঠজনরা বলছেন, অপু বিশ্বাস ও সন্তান আব্রাহাম খান জয়কে নিয়ে এই আলোচনায় ‘প্রচণ্ড মানসিক চাপে’ রয়েছেন শাকিব খান। বিব্রত, ক্ষিপ্ত এই চিত্রনায়ক গত কয়েক দিনে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎও করেননি।

এদিকে পহেলা বৈশাখে চিত্রনায়িকা বুবলির বিপরীতে শামিম আহমেদ রনির পরিচালনায় ‘রংবাজ’ সিনেমার শুটিং শুরুর কথা থাকলেও নায়কের অসুস্থতায় তা অনিশ্চিত হয়ে পড়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT