শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
শাহজালালে চার্জলাইটে ২ কেজি সোনা, আটক ২
প্রকাশ: ১১:০০ am ০৬-০৩-২০১৭ হালনাগাদ: ১১:৫৬ am ০৬-০৩-২০১৭
 
 
 


সিঙ্গাপুর থেকে আসা চার্জলাইটের ব্যাটারিতে প্রায় ৮৮ লাখ টাকার ২০টি সোনার বারসহ দুই যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের বিমানবন্দর ইউনিট।

সোমবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মধ্যরাতে সোনাসহ রুবেল হোসেন ও রমন চন্দ্র দাশ নামে দুই যাত্রীকে আটক করা হয়।

কাস্টমস সূত্র জানায়, রুবেল ও রমন রোববার রাত ১১টা ১৫ মিনিটে সিঙ্গাপুর থেকে রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স৭৮৫ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দরে নামার পর তাদের লাগেজ চেকিংয়ের সময় স্ক্যানিং মেশিনে সোনা রয়েছে বলে ধরা পড়ে। কিন্তু তারা দুজনেই বিষয়টি অস্বীকার করলে কাস্টম হাউসের বিমানবন্দর ইউনিট লাগেজ খুলে তল্লাশি করে।

পরে দেখা যায়, দুজনের লাগেজে থাকা চারটি চার্জলাইটে মেটাল দিয়ে পেঁচানো ২০টি সোনার বার। ২ কেজি ওজনের এ সোনার বাজারমূল্য প্রায় ৮৮ লাখ টাকা।

আটক দুজনের বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা করা হয়েছে। বিমানবন্দর থানায় দুজনকে হস্তান্তর করা হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT