সঙ্গীত শিল্পী বর্ষা যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। জানা গেছে, বর্ষা চৌধুরীর পরিবারও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির সঙ্গে জড়িত। তার দাদা এরশাদ মো. রফিক মৃধা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মেমোরিয়াল ট্রাস্টের কোষাধ্যক্ষ এবং ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের উপদেস্টা। তার বড় মামা অ্যাডভোকেট রফিকুল ইসলাম খান মাসুদ ডেমরা থানা আওয়ামীলীগের সভাপতি এবং ছোট ভাই রাহাত কবি নজরুল কলেজ শাখা ছাত্রলীগের সঙ্গে কর্মী। বর্ষা নিজেও কবি নজরুল কলেজের ছাত্রী ছিলেন এবং ছাত্রীলীগের রাজনীতি করেন। সেখান থেকে ক্রমান্নয়ে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। এছাড়া তার মামা শহীদ শেখ ফারুক রহমানসহ অনেক আত্মীয় স্বজন মুক্তিযুদ্ধে সক্রীয় ভাবে অংশ গ্রহন করেন। যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যানির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিলের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে বর্ষা বলেন, যে বিশ্বাস ও আস্থায় আমাকে অধ্যাপিকা অপু উকিল দিদি সদস্য নির্বাচিত করেছেন; সেই আস্থা ও বিশ্বাস রেখে তিনি দল ও দেশের জন্য কাজ করবেন। বর্ষা আরও বলেন, দেশ দল ও বঙ্গবন্ধু নেত্রী এবং নৌকার জন্য যুব মহিলা লীগ সহ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের জীবন বাজি রেখে কাজ করবো। দেশবাসীকে ধ্যন্যবাদ জানিয়ে তিনি বলেন, আপনাদের ভালোবাসাই আমাদের দেশটাকে বিশ্বের দরবারে মাথা উচু করে দাঁড়াতে সাহায্য করবে। রাজনীতির পাশাপাশি বর্ষা সঙ্গিত শিল্পী হিসেবেও সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়েও গান করেছেন তিনি। কয়েককটি গানের এলবামও বের হয়েছে তার। তাছাড়া টিভি শোতেও নিয়মিত হাজির হন তিনি।