বুধবার, ০৩ জুলাই ২০২৪ ১৯শে আষাঢ় ১৪৩১
Smoking
 
সিরাজগঞ্জে বন্দুকযুদ্ধে তরুণ নিহত
প্রকাশ: ১০:১৯ am ১২-০৪-২০১৭ হালনাগাদ: ১০:২১ am ১২-০৪-২০১৭
 
 
 


সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

র‌্যাব-১২-এর সিরাজগঞ্জ ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহম্মাদ সুমন জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঝাঐল ওভার ব্রিজের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হালিম (৩৩) উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের কামাল সরকারের ছেলে।

র‌্যাব কর্মকর্তা সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পার সংযোগ সড়কে ঝাঐল ওভার ব্রিজের কাছে ডাকাতির প্রস্তুতি চলছিল। গোপন খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

“ডাকাতরা র‌্যাবকে লক্ষ করে গুলি ছুড়লে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। প্রায় আধা ঘণ্টা পাল্টাপাল্টি গুলিবিনিময়ের একপর্যায়ে অন্যরা পালিয়ে গেলেও পাশের একটি বাগানে ডাকাত হালিমের লাশ পড়ে থাকতে দেখা যায়।”

আর দুই র‌্যাব সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তুল, তিনটি গুলি ও দুটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

নিহত হালিমের বিরুদ্ধে কামারখন্দ থানায় একটি হত্যাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে তিনি জানান।

লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT