মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৪ঠা আষাঢ় ১৪৩১
Smoking
 
সিরিয়ায় আইএসকে পরাজিত করতে একমত ট্রাম্প-পুতিন
প্রকাশ: ০৩:৫৯ pm ১১-১১-২০১৭ হালনাগাদ: ০৪:০২ pm ১১-১১-২০১৭
 
 
 


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ায় ইসলামিক জঙ্গি সংগঠন আইএসকে পরাজিত করতে একমত পোষণ করেছেন। শনিবার (১১ নভেম্বর) ক্রেমলিন জানিয়েছে, ভিয়েতনামে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে ট্রাম্প-পুতিনের সাক্ষাতের পর বিশেষজ্ঞরা এ ধরনের একটি বিবৃতি তৈরি করেছিলো। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। ক্রেমলিন আরো জানিয়েছে, সিরিয়া সংকট মোকাবেলায় তারা কোনো সামরিক সমাধানের দিকে না যাওয়ার জন্যও ঐক্যমত প্রকাশ করছে। অ্যাপেক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি বৈঠকের আশা করা হচ্ছিল। তবে সেটি না হয়নি। রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্সের খবর অনুযায়ী, এই দুই শীর্ষ নেতা আইএসের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে সামরিক যোগাযোগ চালু রাখবে। সিরিয়ায় ৬ বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় রাশিয়াই দেশটির সরকারের প্রধান হিসেবে রয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ান এবং কুর্দিশ বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে।

সূত্র: বিবিসি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT