শনিবার, ০৫ অক্টোবর ২০২৪ ২০শে আশ্বিন ১৪৩১
Smoking
 
সুপ্রিম কোর্টের গ্রিক দেবীর ভাস্কর্য সরানো হচ্ছে
প্রকাশ: ০৬:৩০ am ২৬-০৫-২০১৭ হালনাগাদ: ০৯:৫৫ am ২৭-০৫-২০১৭
 
 
 


সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানো হচ্ছে। কয়েকজন শ্রমিক সরানোর কাজ করছেন। বৃহস্পতিবার রাতে ভাস্কর্য সরানোর কাজ শুরু হয়।

জানা গেছে, ভাস্কর্য সরানোর উপলক্ষে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

কারা ভাস্কর্য সরানোর কাজ করছে তা এখনও স্পষ্ট নয়।

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির ভাস্কর্য স্থাপনের পর থেকেই তা অপসারণের দাবি জানিয়ে আসছিল হেফাজতে ইসলাম বাংলাদেশ।

গত ১১ এপ্রিল গণভবনে হেফাজতের নেতাদের সঙ্গে এক সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ভাস্কর্য সরানোর পক্ষে মত দেন। তিনি জানান, উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য সরানোর পক্ষে তিনি। একইসঙ্গে তিনি বলেন ভাস্কর্য সরানোর জন্য যা করার দরকার তিনি তা করবেন।

হেফাজতের এই দাবির প্রতি প্রধানমন্ত্রীর সমর্থন নিয়ে বিশিষ্ট নাগরিক ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আপত্তি জানায়।

ভাস্কর্য সরানোর দাবিতে গত ফেব্রুয়ারিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিলেন হেফাজতের আমির আহমদ শফী।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT