শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী!
প্রকাশ: ০৫:১৪ pm ১৯-০৯-২০১৭ হালনাগাদ: ০৫:১৬ pm ১৯-০৯-২০১৭
 
 
 


এমবিবিএস পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় প্রাণ গেল ভারতের তেলঙ্গানার এক তরুণী গৃহবধূর। মেডিক্যাল ভর্তি পরীক্ষায় টানা তিন বার ফেল করার 'অপরাধে' ওই গৃহবধূকে খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। হায়দরাবাদের অদূরে নাগোল এলাকার রক টাউন কলোনিতে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী এবং শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ। সাইবারাবাদ থানার পুলিশ জানিয়েছে, তেলঙ্গানার খাম্মাম জেলার কুসুমাঞ্চি গ্রামের গৃহবধূ ২৪ বছর বয়সী  হরিকাকে তাঁর স্বামী রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে শ্বাসরোধ করে গায়ে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ এসেছে। লাল বাহাদুর নগরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার পি বেনুগোপাল রাও জানিয়েছেন, হরিকার স্বামী রুশি কুমার বি টেক পাশ করেছেন। তবে তিনি বেকার। দুই বছর আগে তাঁদের বিয়ে হয়। নাগোল এলাকার একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। হরিকার মায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই মেয়ের উপর পণ নিয়ে অত্যাচার চালাত রুশির পরিবার। পাশাপাশি তাঁকে ডাক্তার হওয়ার জন্য চাপ দেয়া হতো। কারণ, স্ত্রীর রোজগারের টাকায় সচ্ছল জীবন কাটাতে চেয়েছিলেন তিনি। এমবিবিএস পরীক্ষায় কৃতকার্য না হলে তাঁকে ডিভোর্সও দেবেন বলে হুমকি দিতেন তিনি। চলতি বছরে তৃতীয়বারের মতো এমবিবিএস পরীক্ষায় অকৃতকার্য হন হরিকা। তবে ডেন্টাল সার্জারিতে স্থানীয় এক বেসরকারি কলেজে সুযোগ পেলেও, তাতে রুশি কুমার রাজি হননি। হরিকার প্রতিবেশীরা জানিয়েছেন, রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, আগুন ধরানোর আগে হরিকাকে শ্বাসরোধ করে মেরে ফেলেন তিনি। সে কারণেই কোনও চিৎকারের আওয়াজ আসেনি ওই ফ্ল্যাট থেকে। এর পর জল দিয়ে আগুন নেভানোরও চেষ্টা করেন রুশি কুমার। ওই ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরতে দেখে পড়শিরা সেখানে ছুটে যান। পুলিশে খবর দেওয়া হয়। এর পর রুশি কুমারকে গ্রেফতার করে পুলিশ। হরিকার মা জানিয়েছেন, গত রোববার রাতে রুশি তাঁকে ফোন করে জানান, হরিকা গায়ে আগুন দিয়েছে। এর পরেই তাঁরা মেয়ের শ্বশুরবাড়িতে চলে আসেন। কিন্তু তত ক্ষণে সব শেষ। হরিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর শ্বশুর-শাশুড়িকেও গ্রেফতার করেছে পুলিশ। পি বেনুগোপাল রাও জানিয়েছেন, "হরিকার স্বামীর দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছেন। কিন্তু, আমরা ঘঠনাস্থলে গিয়ে যা বুঝেছি, তাতে এটা খুনের ঘটনা বলেই মনে হচ্ছে। প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই এটি খুন কি না বোঝা যাবে।"

সূত্র: আনন্দবাজার

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT