সোমবার, ০১ জুলাই ২০২৪ ১৭ই আষাঢ় ১৪৩১
Smoking
 
হিমাচল প্রদেশে ভূমিধসে চাপা পড়েছে দুটি বাস, নিহত ৩০
প্রকাশ: ০২:৫৯ pm ১৩-০৮-২০১৭ হালনাগাদ: ০৩:০০ pm ১৩-০৮-২০১৭
 
 
 


ভারতের হিমাচল প্রদেশের মান্দি জেলায় ভয়াবহ ভূমিধসে দুটি বাস চাপা পড়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহতের আশংকা করা হচ্ছে। শনিবার (১২ আগস্ট) রাতে হিমাচল প্রদেশের মান্দি-পাথানকোট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সামরিক বাহিনী এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী উদ্ধার অভিযান চালাচ্ছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত ৫ ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া বাস চালক এবং কন্ডাক্টরসহ ৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।   হিমাচল প্রদেমের মূখ্যমন্ত্রী বীরভদ্র সিং এক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তিনি আরো জানান, দ্রুত ত্রাণ পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সিমলা থেকে ২২০ কিলোমিটার দূরে এ ভূমিধস সংগঠিত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভূমিধসের আগে বাস দুটি হাইওয়েতে পার্ক করা ছিলো। সে সময় যাত্রীরা সকলে নাস্তা করার জন্য বাস থেকে নেমেছিলো। হঠাৎ ভূমিধসের ফলে বাস দুটি রাস্তা থেকে ৮০০ মিটার নিচে গিয়ে পড়ে এবং একটি বাস পুরোপুরি মাটি চাপা পড়ে গেছে। দুটি বাসে মোট ৫৫ জন যাত্রী ছিলো। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT