যুদ্ধাপরাধীদের মদদ দেয়ার অভিযোগে করা মামলায় বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়াকে আগামী ৫ অক্টোবরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যথায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে বলেও জানিয়েছেন আদালত। রোববার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মহানগর হাকিম নূর নবী এ আদেশ দেন। মামলার বাদী এ. বি. সিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে জানান। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও থানার পরিদর্শক এ. বি. এম. মশিউর রহমান খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার প্রতিবেদন দাখিল করেন।। বিগত ২০১৬ সালের ৩ নভেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ. বি. সিদ্দিক স্বীকৃত স্বাধীনতা-বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি মানহানির মামলা করেন। ওইদিন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-কে মামলা তদন্তের নির্দেশ দেন। মামলায় খালেদা জিয়া ও তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আসামি করা হয়।