শনিবার, ২৯ জুন ২০২৪ ১৫ই আষাঢ় ১৪৩১
Smoking
 
ইংল্যান্ডে বাসের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত
প্রকাশ: ০৪:২৫ pm ২৮-০৮-২০১৭ হালনাগাদ: ০৪:৩৫ pm ২৮-০৮-২০১৭
 
 
 


দক্ষিণ ইংল্যান্ডে বাসের সঙ্গে দুটি ট্রাকের সংঘর্ষে কমপক্ষে আটজন নিহত হয়েছে। শনিবার বাকিংহ্যামশায়ারের নিউপোর্ট পেজনেল এলাকার এম ওয়ান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ভারতীয়।
দুর্ঘটনার পর দুটি ট্রাকের চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিপজ্জনকভাবে গাড়ি চালিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছে থমাস ভ্যালি পুলিশ।
নিহতদের মধ্যে মিনিবাসের চালক ছাড়া আর কারো পরিচয় পুলিশ প্রকাশ করেনি। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, নিহত চালকের নাম সাইরাস জোসেপ। তিনি কেরালার বাসিন্দা ছিলেন। গত ১৫ বছর ধরে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন।
মিনিবাসটির যাত্রীরা সবাই ভারতের চেন্নাই থেকে আসা পর্যটক। তারা নটিংহাম থেকে লন্ডন যাওয়ার জন্য মিনিবাসটি ভাড়া করেছিলেন। আহতদের মধ্যে পাঁচ বছরের এক শিশু, দুই নারী ও এক পুরুষের অবস্থা গুরুতর।
লন্ডনে ভারতীয় হাই কমিশন এক বিবৃতি বলেছে, ‘এ দুর্ভাগ্যজনক ঘটনায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের সবাইকে যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করছি আমরা।’

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT