শনিবার, ০৬ জুলাই ২০২৪ ২২শে আষাঢ় ১৪৩১
Smoking
 
বাঁশগাড়ীতে বর্তমান ইউপি চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সমর্থকদের মধ্যে এ সংঘর্ষে নিহত-২
প্রকাশ: ০৯:৫৩ am ০৯-০৫-২০১৭ হালনাগাদ: ১০:০০ am ০৯-০৫-২০১৭
 
 
 


সোমবার দুপুরে উপজেলার বাঁশগাড়ীতে বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজুল হক ও সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সাহেদের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিউর রহমান জানান।

নিহতরা হলেন ওই গ্রামের আরুশ আলী ও জয়নাল। দুজনেই সাবেক চেয়ারম্যান হাফিজুরের সমর্থক।

এ সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে অন্তত ৩০টি বসত ঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে সিরাজুল ও হাফিজুরের সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গেল ইউপি নির্বাচনে বাঁশগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাফিজুর পরাজিত হওয়ার পর দ্বন্দ্ব প্রকট হয়।

এ নিয়ে গত মাসে দুইপক্ষের সংঘর্ষে এক জন নিহত হয় বলে জানান তিনি।

তিনি বলেন, এর জেরে সোমবার দুইপক্ষ টেঁটা বল্লম, দাসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংষর্ষে জড়িয়ে। এসময় গুলিবিদ্ধ হয়ে জয়নাল ও আরুশ আলী নিহত হন। আহত হন অন্তত ২০ জন।

খবর পেয়ে রায়পুরা থানার পাশাপাশি জেলা সদর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT