চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ব্যাংক কলোনি এলাকায় আট বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গত বুধবার রাতে সত্ বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর গতকাল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। সত্ বাবা মো. নিজাম উদ্দিন (৫০) চট্টগ্রামের মিরসরাই থানার তালবাড়িয়া গ্রামের মৃত আশোতোষের ছেলে। সে চান্দগাঁও সিএনবিস্থ একটি সাবান কারখানায় কাজ করে। থানায় মামলা করা ওই শিশুর মা বলেন, আমার মেয়ে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। আর আমি সিইপিজেডের একটি গার্মেন্টসের পোশাক শ্রমিক। আগের স্বামী সাত বছর আগে মারা গেছেন। পরে দুই বছর আগে নিজামের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হই। তিনি বলেন, সেই সূত্রে মেয়েকে নিয়ে ইপিজেড থানার ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় স্বামী নিজামকে নিয়ে একই সঙ্গে বসবাস করে আসছি। গত ২৫ জুলাই প্রতিদিনের মতোই মেয়েকে বাসায় রেখে সকাল ৬টায় বের হয়ে দুপুর ২টা নাগাদ ফিরে আসি। বাসায় এসে দেখি মেয়ে খুব কান্না করছে। তাকে কান্না করার কারণ জানতে চাইলে মেয়ে জানায়, দুপুরে তার সত্ বাবা নিজাম তাকে ধর্ষণের চেষ্টা করে। সে জানায়, সত্ বাবা তার শরীরের বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত বোলায় এবং এক পর্যায়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির মা আরও বলেন, এ সম্পর্কে স্বামী নিজামকে জিজ্ঞাসা করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে এবং বিষয়টি কাউকে না জানানোর জন্য আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এ ব্যাপারে আমার আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় এসে মামলা করি। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা স্বীকার করে ইপিজেড থানার সেকেন্ড অফিসার জাহেদ উল্লাহ জামান জানান, পুলিশ রাত সাড়ে ১২টা নাগাদ অভিযুক্ত সত্ বাবা নিজাম উদ্দিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনা স্বীকার করে। পরে গতকাল তাকে শিশু ধর্ষণ চেষ্টা মামলায় আদালতে প্রেরণ করা হলে মহানগর ম্যাজিস্ট্রেট এস এম মাসুদ পারভেজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হালনাগাদ: ১২:২৯ pm ০৪-০৮-২০১৭