২৫শে মার্চ ,সন্ধ্যা ৭টায়, কোপেনহেগেন সিটি হল স্কয়ারের সামনে জাতীয় গণহত্যা দিবস ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মধ্যদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে ডেনমার্ক আওয়ামী লীগ ।
অত্যান্ত সফল ও সার্থক এ প্রোগ্রামে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ।
গত বছর ডেনিশ পার্লামেন্টের সামনে এ কর্মসুচির মাধ্যমে দাবী করা হয়েছিলো,এ দিনটিকে জাতীয় গণহত্যা দিবস ঘোষণা করা হউক ।
এবার ৭১-এর মুক্তিযুদ্ধ পরিচালনাকারী দল, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক চেষ্টায় মহান জাতীয় সংসদে তা নিরঙ্কুশ ভোটে গৃহীত হয় ।
আমাদের এবারের দাবী, এদিনটিকে জাতিসংঘ কর্তৃক আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণা ঘোষনা এবং গণহত্যায় জড়িত পাকিস্থানের ঘাতকদের বিচার , পাকিস্থানের কাছে আমাদের পাওনার ন্যায্য হিস্যা বুঝিয়ে দেয়া, বাংলাদেশ থেকে পাকিস্থানী নাগরিক বিহারিদের ফেরত নেয়া ।
গত বছর প্রবাসে আমরা প্রথম শহীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন শুরু করেছিলাম , এবং জাতীয়ভাবে ২৫শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবী জানিয়েছিলাম । এবারও আমরাই প্রথম প্রচারনা শুরু করি, এবং প্রবাসের অনেক দেশে এক সাথে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে ।
হালনাগাদ: ০২:২৮ pm ২৭-০৩-২০১৭