বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ ২৮শে অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
'বাহুবলী'কে টেক্কা দিতে আসছে 'তানাজি'
প্রকাশ: ১২:৪৮ pm ২৩-০৭-২০১৭ হালনাগাদ: ১২:৪৯ pm ২৩-০৭-২০১৭
 
 
 


'বাহুবলী'কে টেক্কা দিতে আসছে 'তানাজি'। সম্প্রতি পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি নিয়ে টুইটারে উচ্ছ্বাস ও উদ্দীপনা এমনই ইঙ্গিত দিচ্ছে। আর সেইসঙ্গে সিনেমাপ্রেমী দর্শকরাও মুখিয়ে রয়েছেন 'তানাজি'র কারিশমা দেখার জন্য।  ছবিটির চিত্রনাট্য মারাঠি ইতিহাস নির্ভর। মারাঠি ইতিহাসের উজ্জ্বল নাম তানাজি মালুসারে। প্রায় সাড়ে ৩'শ বছর আগে সিনহাগাদের যুদ্ধে তার প্রবল বিক্রম আজও কিংবদন্তি হয়ে আছে। সেই বীর যোদ্ধাকে এবার রুপালি পর্দায় নিয়ে আসছেন বলিউডের সিংঘামখ্যাত অভিনেতা অজয় দেবগান। এক দিকে কিংবদন্তি তানাজি, অন্যদিকে অজয়ের মতো জনপ্রিয় অভিনেতা। দুই মিলে তৈরি হয়েছে তুমুল উচ্চাশা। ছবিটি বাহুবলিকে টেক্কা দিতে পরবে কি না, সেটা জানতে অবশ্য লম্বা সময় অপেক্ষা করতে হবে। ওম রাউতের পরিচালনায় এই ছবি ২০১৯ সালে মুক্তি পাবে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT