জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং করে যাত্রী ও জনসাধারনের চলাচলে বিঘœ ঘটনার অপরাধে ২ ট্রাক চালককে ১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার বহুল আলোচিত বৈশাখী তেল পাম্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা ও পুলিশ ফোর্স। ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট উত্তম কুমার রায় জানান, প্রায়ই অভিযোগ আসে বৈশাখী তেল পাম্প এলাকায় মহাসড়ক ও বাজার সড়কের উপর অবৈধ ভাবে চালকরা ভারী যানবাহন রেখে রাস্তার জনসাধারনের চলাচলে বিঘœ ঘটায়। এ ছাড়াও এই অবৈধ পার্কিংয়ের কারনে ঐ স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এর প্রেক্ষিতে সোমবার ভ্রাম্যামান আদালত বসিয়ে অবৈধ পার্কিং এর অভিযোগে ২ জন চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, স্থানীয় গ্যারেজ মালিক, চালক ও তেল পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয় যাতে মহাসড়ক কিংবা বাজারের সড়কের উপর যাতে কোন ভারি যানবাহন না রাখে।