ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’র নির্বাচন অনুষ্ঠিত হয় ১০ ফেব্রুয়ারি। এদিন সকাল ৯টা থেকে শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা ৬টায়। স্বতঃস্ফূর্ত ভাবে শিল্পীরা ভোট দেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন এস এম মহসীন। এছাড়া অন্য দুজন কমিশনার হলেন কেরামত মওলা ও হাফিজুর রহমান সুরুজ।
এই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন নাটকের জনপ্রিয় অভিনয় শিল্পীরা। এবারের নির্বাচনে ১২টি পদের ২৪টি আসনের জন্য লড়াই করছেন ৫০ অভিনয়শিল্পী। ৬৬৮ সদস্যের মধ্যে ভোট পড়েছে ৬০৮টি।
সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হলেও ভোট গণনা করতে লেগে যায় দীর্ঘসময়। অবশেষে ১১ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।
এবারের নির্বাচনে যে শিল্পীরা বিভিন্ন পদে বিজয়ী হয়েছেন তাদের পদ ও তালিকা নিচে দেওয়া হলো-
অভিনয় শিল্পী সংঘ এর প্রথম নির্বাচনের ফলাফল
সভাপতি: শহীদুল আলম সাচ্চু
সহ সভাপতি: আজাদ আবুল কালাম, জাহিদ হোসেন শোভন, তানভিন সুইটি
সাধারণ সম্পাদক : আহসান হাবিব নাসিম
যুগ্ম সাধারণ সম্পাদক: রওনক হাসান, আনিসুর রহমান মিলন
সাংগঠনিক সম্পাদক: লুৎফর রহমান জর্জ
তথ্য প্রযুক্তি: ওমর আয়াজ অনি
অনুষ্ঠান : বন্যা মির্জা
দপ্তর সম্পাদক: শামস সুমন
আইন ও কল্যাণ: শামীমা তুষ্টি
প্রচার: উর্মিলা শ্রাবন্তী কর
কার্যনির্বাহী সদস্য: ইন্তেখাব দিনার, আহসানুল হক মিনু, সেলিম মাহবুব, মম, নিকুল, সুজাত শিমুল(যৌথ) সনি রহমান ও মুকুল সিরাজ।