বিনোদন ডেস্কঃ ইচ্ছাকৃতভাবে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ভারতীয় সঙ্গীতশিল্পী সোনু নিগমের বিরুদ্ধে এবার মামলা দায়ের করা হয়েছে। পুনের অধিবাসী হেমান্ত পাতিল এবং আনোয়ার শেখ এ এস পানসারি আদালতে সোনুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ১৫৩এ, ২৯৫এ এবং ২৯৬ নম্বর ধারা অনুযায়ী ইচ্ছাকৃত এবং ঘৃণাজনকভাবে ধর্মীয় বিভেদ সৃষ্টির অভিযোগে মামলা দায়ের করেছেন। গত সপ্তাহে আজান নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তোপের মুখে পড়েন সোনু নিগম। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি বলেন, "মুসলিম না হওয়া সত্ত্বেও কেন আজানের আওয়াজে ঘুম ভাঙবে।" এরপর তিনি আজান নিয়ে আরো কয়েকটি বিতর্কিত মন্তব্য করেন। সোনু উচু আওয়াজে আজান দেয়ার রীতিকে 'গুন্ডাগিরি' বলে উল্লেখ করেন। উল্লেখ্য,আদালত সোনুর বিরুদ্ধে দায়ের করা পিটিশন গ্রহণ করেছে এবং ২৮ এপ্রিল শুনানির দিন ধার্য করেছে।