রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
আজ ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ০৯:৫৭ am ২০-০২-২০১৭ হালনাগাদ: ১০:০০ am ২০-০২-২০১৭
 
 
 


দুই দিনের সফরে ঢাকায় আসছেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী বোরগ ব্রেন্ডে। সোমবার সকালে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন। সফরকালে বাংলাদেশ-নরওয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা ২০৩০ বাস্তবায়নে নরওয়েকে অংশীদারত্বের আহ্বান জানানো হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহিদ মিনারে বাংলা ভাষা ও ভাষা শহিদদের প্রতি সম্মান জানাবেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী। প্রথমবারের মতো কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী শহিদ মিনারে সম্মান জানাবেন।

সূত্র জানায়, গত সেপ্টেম্বরে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে নরওয়ের রাজধানী ওসলোতে অনুষ্ঠিত এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ব্রেন্ডেকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়। ওই সময় তিনি ফেব্রুয়ারি মাসে ঢাকা সফরের আগ্রহ প্রকাশ করেন।

সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলম, জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও টেলিকম প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে বাংলাদেশের বিনিয়োগ ও বাণিজ্য নিয়ে পৃথক বৈঠক করবেন বলেও সূত্র জনায়।

নরওয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার জানান, তারা নবায়নযোগ্য জ্বালানি, টেলিকম, সুমদ্র অর্থনীতি ইত্যাদি বিষয় নিয়ে আগ্রহী। নরওয়ের স্ক্যাটেক সোলার নামের একটি কোম্পানি নবায়নযোগ্য জ্বালানির জন্য ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করতে আগ্রহী।

তিনি আরও জানান, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইলফোন কোম্পানি গ্রামীণ ফোনে নরওয়ের কোম্পানি টেলেনরের বিনিয়োগ আছে। নরওয়ের স্ট্যাটওয়েল কোম্পানির সুমদ্রে তেল সম্পদ আহরণের বিশেষ অভিজ্ঞতা আছে। বাংলাদেশে তারা কাজ করতে পারে কিনা, সে বিষয়েও আলোচনা চলছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT