বিশ্বব্যাংকের আরেক এক সাবেক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি জমা দেয়া হয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে। এ নিয়ে মোট তিনটি গাড়ি জমা দেয়া হলো সংস্থাটির।
রোববার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান এসব তথ্য জানিয়েছেন।
জানা যায়, ওই কর্মকর্তার গাড়ির বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগ ছিল। রোববার সকালে কাগজপত্র যাচাই শেষে শুল্ক গোয়েন্দারা গাড়িটি জব্দ করেন। গাড়িটি গত ২২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বিশ্বব্যাংকের বাংলাদেশ অফিস থেকে একজন কর্মকর্তার মাধ্যমে কাকরাইলস্থ শুল্ক গোয়েন্দার সদর দপ্তরে পাঠানো হয়।
তিনি জানান, রোববার সকালে কাগজপত্র যাচাই শেষে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গাড়িটি জব্দ করেছে। সঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কিমিয়া ফ্যানের চিঠি দেয়া হয়েছে। যেখানে স্বেচ্ছায় গাড়ি সমর্পণের কথা বলা হয়েছে।