ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ ফল প্রকাশিত হয়। পাসের হার ৪৫ শতাংশ।
গত শনিবার বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় উপাচার্য ড. হারুন-উর-রশিদ আসকারীর কাছে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল হস্তান্তর করেন ‘ডি’ ইউনিটের সমন্বয়কারী ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ডিন অধ্যাপক ড. শামসুল আলম।
এ ব্যাপারে অধ্যাপক শামসুল আলম বলেন, ‘ডি ইউনিটের অধীনে ২৫০টি আসনের বিপরীতে ১৬ হাজার ৭০২ জন ভর্তিচ্ছু আবেদন করে। এর মধ্যে পরীক্ষায় ১২ হাজার ৪৬১ জন উপস্থিত ছিলেন। শতকরা ৪৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন।’
ফল হস্তান্তরের সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহা, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. আতিকুর রহমান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের সভাপতি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম তালুকদার এবং ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
ফলাফল সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.iu.ac.bd) পাওয়া যাবে।