পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টম বন্ড কমিশনারেট বিভাগ। সোমবার (১৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইমাম বাটনের বিরুদ্ধে বন্ডেড ওয়ারহাউজ সুবিধার আওতায় কাঁচামাল আমদানি করে তা নির্ধারিত সময়ে রপ্তানি না করার অভিযোগ আনা হয়েছিল। কাস্টম বন্ড কমিশনারেটের এই অভিযোগ নিখুঁতভাবে প্রমাণিত হওয়ায় কোম্পাটিকে শুল্ক আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আদেশ জারির ১৫ দিনের মধ্যে সরকারি কোষাগারে টাকা জমা দিতে হবে পুঁজিবাজারে ওষুধ ও রসায়নখাতে তালিকাভুক্ত কোম্পানিটিকে।