শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ৯ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
ইরমার আঘাতে বিদ্যুৎবিহীন ফ্লোরিডা, নিহত ৪
প্রকাশ: ১২:৪০ pm ১২-০৯-২০১৭ হালনাগাদ: ১২:৪৪ pm ১২-০৯-২০১৭
 
 
 


ঘূর্ণিঝড় ইরমার আঘাতে বিপর্যস্ত ফ্লোরিডা। প্রবল ঝড় এবং বৃষ্টির ফলে বিদ্যুৎ নেই প্রায় ৬৫ লক্ষ ঘরবাড়িতে। ফ্লোরিডায় এখনও পর্যন্ত ৪ জন নিহতের খবর পাওয়া গিয়েছে । মায়ামির বড় একটা অংশ এখন পানির নিচে। ইরমা ক্যাটাগরি ৪ থেকে ক্যাটাগরি ১ ঝড়ে পরিণত হলেও আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না সাধারণ মানুষ। অপরদিকে কিউবায় সোমবার (১১ সেপ্টেম্বর) এই ঝড়ে নিহত হয়েছে ১০ জন। হাভানায় অধিকাংশই মারা গিয়েছেন বাড়ি চাপা পড়ে। এছাড়া গত সপ্তাহে ইরমার আঘাতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছে। সোমবার সকাল থেকে ফ্লোরিডায় উদ্ধারকাজ শুরু হয়েছে। ফ্লোরিডার গভর্নর রিক স্কট জানিয়েছেন, স্থানীয় বাসিন্দারা বাড়ি ফেরার আগ পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা আন্দাজ করা সম্ভব নয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "এই ঝড় যেন এক বিরাট দৈত্যের মতো। এই পরিস্থিতিতে আমরা মানুষের জীবন নিয়ে ভাবছি। কী পরিমাণ অর্থের ক্ষয়ক্ষতি হল তা নিয়ে ভাবছি না।" আবহাওয়া অফিসের ভাষ্যমতে, ঝড়টি ফ্লোরিডার পশ্চিম উপকূল ধরে এগোনোয় ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কম হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, সোমবার সকালে ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে অরল্যান্ডোর উপর দিয়ে বয়ে যায় ইরমা। পর্যটক শহরটি এখন প্রায় পুরোটাই পানির নিচে। একই অবস্থা ট্যাম্পা শহরের। যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড় ইরমা অনেকটা দুর্বল হয়েছে এবং সেটি ফ্লোরিডা রাজ্যের উত্তরাঞ্চলের প্রান্তে এবং জর্জিয়া রাজ্যের দক্ষিণাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT