ঘূর্ণিঝড় ইরমার আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নার্সিং হোম বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে ওই নার্সিং হোমের ৮ জন নিহত হয়েছেন। পুলিশ বুধবার (১৩ সেপ্টেম্বর) ওই নার্সিং হোম থেকে ১১৫ জনকে উদ্ধার করেছে। ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুৎ না থাকায় ওই নার্সিং হোমের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে গেছে। ব্রোয়ার্ড কাউন্টির মেয়র বারবারা শারিফ জানান, হলিউড শহরের নার্সিং হোমটিতে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। অন্য পাঁচজনের হাসপাতালে মৃত্যু হয়েছে। ঘূর্ণিঝড় ইরমার তান্ডবে ফ্লোরিডা, জর্জিয়া এবং ক্যারোলিনাসের ১ কোটি জনগণ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। যুক্তরাষ্ট্রে এই ঝড়ের ফলে ২৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত রোববার (১০ সেপ্টেম্বর) ফ্লোরিডায় ক্যাটাগরি ৪ ঝড় হিসেবে ইরমা আঘাত হানে।
সূত্র: বিবিসি