আবারও বুবলি ছবি আসছে ঈদ উত্সবে। এবারও বুবলি অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে। অনেক খুশি লাগছে তার। এই চিত্রনায়িকার আসছে ঈদে মুক্তি পাবে শাহাদাত্ হোসেন লিটনের পরিচালনায় অহংকার ও আবদুল মান্নানের পরিচালনায় রংবাজ সিনেমা। দুই সিনেমা নিয়ে বুবলীর রাজকীয় অভিষেক হয়েছিল গত বছরের ঈদুল আজহায়ও। এরপরই তিনি শুরু করেন অহংকার সিনেমার কাজ। মাঝে মা নামেও একটি সিনেমায় চুক্তিবদ্ধ হন। যদিও এর কাজ এখনও শুরু হয়নি। কবে নাগাদ শুরু হবে জানেন না বুবলী। অহংকার ও রংবাজ দুই সিনেমায়ই বুবলীর বিপরীতে দেখা যাবে শাকিব খানকে। বুবলী শাকিব-বৃত্তেই ঘুরছেন-এমন কথা বলছেন অনেকেই।অন্য নায়কের সঙ্গে অভিনয় প্রসঙ্গে বুবলি বলেন, ‘আমি শাকিব খানের বাইরে কাজ করব না, তা নয়। ভালো প্রজেক্ট এলে অবশ্যই করব। এখনই তাড়াহুড়ো করে অন্য নায়কের সঙ্গে কাজ করে হইচই ফেলে দিতে চাই না। যা কিছু করব ভেবেচিন্তেই করব।’ ঈদের দুই সিনেমা নিয়ে বুবলী আরও বলেন, ‘নতুন দুটি সিনেমা নিয়ে আমি বেশ আশাবাদী। অনেক যত্ন ও সময় নিয়ে কাজগুলো করেছি। দর্শক সিনেমাগুলো উপভোগ করলে সহজেই বুঝতে পারবেন। নতুন সিনেমা নিয়ে আপাতত ভাবছি না। ঈদের সিনেমার প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত সময় কাটাব। একসঙ্গে দুই সিনেমা আসছে। আমার কাছে দর্শকদের প্রত্যাশাও অনেক।’