উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। রোববার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
এরপর দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ।
এর পরপরই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করবে। জানা গেছে, এবার এইচএসসিতে পাসের হার ৬৮. ৯১ শতাংশ। মোট পাস ৬ লাখ ৪৪ হাজার ৯শ’ ৪২ জন। গত বারের চেয়ে পাসের হার ৫.৭৯ শতাংশ কম। দিনাজপুর বোর্ডে পাশের হার ৬৫.৪৪, জিপিএ-৫ পেয়েছেন । রাজশাহী বোর্ডে পাশের হার ৭১.৩০, জিপিএ-৫ পেয়েছেন ৫২৯৪ জন। মাদ্রাসা বোর্ডে পাশের হার ৭৭.২, জিপিএ-৫ পেয়েছেন ১৮১৫ জন। কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৮১.৩৩, জিপিএ-৫ পেয়েছেন ২৬৬৯ জন ।