রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ১০ই অগ্রহায়ণ ১৪৩১
Smoking
 
এমপি লিটন হত্যা: আব্দুল কাদের খাঁন ১০ দিনের রিমান্ডে
প্রকাশ: ০৩:০৪ pm ২২-০২-২০১৭ হালনাগাদ: ০৩:৩৩ pm ২২-০২-২০১৭
 
 
 


গাইবান্ধা-১ আসনের এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যার পরিকল্পনাকারী প্রাক্তন সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল ডা. আব্দুল কাদের খানের ১০ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ময়নুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

এর আগে বুধবার সকাল ১০টার দিকে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, কাদের খানের পরিকল্পনা ও অর্থায়নে সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনকে হত্যা করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান জানান, এমপি লিটন হত্যার পরিকল্পনাকারী ডা. আব্দুল কাদেরকে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বগুড়া জেলা শহরের গরীব শাহ ক্লিনিক-বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 
 

আরও খবর

Daraz
 
 
 
 
 
 
 
 
©ambalanews24.com | Developed & Maintenance by AmbalaIT